A. Jahan Ovee
প্রকাশ ২২/০২/২০২১ ১০:৩৬এ এম
বিয়ের পোশাকের দাম ২২০ কোটি টাকা!
সৌদি অধিপতির মেয়ের বিয়ে বলে কথা। খরচের বিলাসিতা যেকোনো মাত্রা ছাড়াবে, এমনই হওয়ার কথা। দেশ-বিদেশের দামি অতিথিরা আসবেন, তাঁদের বিত্তের বৈভবটা ভালোমতো না দেখালে কী আর চলে! এ কারণেই বিয়ের পোশাকের দামটা একটু বেশি। কত, শুনবেন? মাত্র ২২০ কোটি টাকা।
ইন্ডিয়া টাইমসে প্রকাশ পেয়েছে, এ বিয়ের ব্যয় আগা থেকে গোড়া, সর্বক্ষেত্রেই প্রয়োজনের থেকে বেশিই অতিরিক্ত। যেদিকে তাকান কেবলই স্বর্ণের আবরণ, জিনিসপত্র সবই যেন পারলে স্বর্ণে মোড়ানো।
আর মূল আকর্ষণ পাত্রী বিয়ের পোশাকটা তাহলে কি হতে পারে একটু ভাবলেই বোঝা যায়! তাতে যে স্বর্ণের আবরণ কি প্রাচুর্য থাকবে, তা তো বলার অপেক্ষা রাখে না।
মেয়েকে আগা গোড়া স্বর্ণে মোড়াতে এতোটুকু ছাড় দেননি সৌদি রাজ আবদুল্লাহ। বিয়ের এই পোশাকে ৩০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি খরচ করেছেন। বাংলাদেশি টাকায় যার মূল্যমান প্রায় ২২০ কোটি টাকা!