Abdul majid
প্রকাশ ২২/০২/২০২১ ০১:০৭এ এম
মার্কিন মডেল ১৭ কোটি টাকার আংটিতে প্যারিস হিলটনের বাগদান
মার্কিন মডেল, গায়িকা, অভিনেত্রী প্যারিস হিলটনের ৪০তম জন্মদিন ছিল ১৭ ফেব্রুয়ারি। আর এ বিশেষ দিনে দীর্ঘদিনের প্রেমিক মার্কিন ব্যবসায়ী কার্টার রেইমের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়েছেন এই তারকা।
তবে জন্মদিনে বিয়ের প্রস্তাবের চেয়ে বড় খবর হচ্ছে, প্যারিস হিলটনকে যে আংটি দিয়ে বিয়ের আহ্বান জানিয়েছেন প্রেমিক কার্টার রেইম, তার বাজারমূল্য। ভারতীয় বিনোদনভিত্তিক গণমাধ্যম বলিউড লাইফ জানিয়েছে, দুই মিলিয়ন মার্কিন ডলার দাম সেই বিশেষ আংটির; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ কোটি টাকা।
গণমাধ্যমটি প্রতিবেদনে আরও জানিয়েছে, এরই মধ্যে মূল্যবান সেই আংটি কীভাবে তৈরি হয়েছে, ইউটিউবে তার ভিডিও শেয়ার করেছেন প্যারিস হিলটন।