Abdul majid
প্রকাশ ২২/০২/২০২১ ০১:১১এ এম

চট্টগ্রামের মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু Ad Banner

চট্টগ্রামের মিরসরাইয়ের হিঙ্গুলীতে পানিতে ডুবে মোহাম্মদ জাবের হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল আড়াই বছর।

রবিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর ইসলামপুর গ্রামের মোস্তফা মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ জাবের হোসেন ওই বাড়ির রাজমিস্ত্রী আমজাদ হোসেন সুমনের ছেলে। 

নিহতের চাচা ফোরকান আহমেদ বলেন, বাড়ির কাজ চলাকালীন আমার ভাতিজা জাবের সকাল থেকে আমাদের সঙ্গে ছিলো। হঠাৎ তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে অবশেষে পুকুরে তার নিথর দেহ ভাসতে দেখি।

সেখান থেকে তাকে উদ্ধার করে শেফা ইনসান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুমনের ২ ছেলেমেয়ের মধ্যে জাবের দ্বিতীয়। 

হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাহাব উদ্দিন বলেন, আমি এ বিষয়ে কিছু শুনিনি।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ