এম.এ হান্নান
প্রকাশ ২১/০২/২০২১ ০৬:৪৯পি এম
শহীদ মিনার হারাম, তাই ভেঙে ফেললো ইমাম
পটুয়াখালীর বাউফলে শিশুদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ভেস্তে দিলো এক মসজিদের ইমাম। দা দিয়ে কুপিয়ে টুকরো টুকরো করে ফেলা হয়ে কলাগাছ দিয়ে নির্মিত শহীদ মিনার।
রবিবার এমন ঘটনা ঘটে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কাছিপাড়া গ্রামে। ওই ইমামের নাম মো. রায়হান। তিনি মধ্য কাছিপাড়া বায়তুল নূর মসজিদের ইমাম। পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্ত ইমাম গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকালে কাছিপাড়া ইউনিয়নের মধ্য কাছিপাড়া গ্রামের আদম আলী হাওলাদার বাড়ির দরজায় গ্রামের শিশুরা কলাগাছ, রঙিন কাগজ, সূঁতা দিয়ে শদীহ মিনার নির্মাণ করে। রবিবার সকালে ওই মিনারে শিশুরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে গেলে ইমাম মো. রায়হান শিশুদের গালমন্দ করে। পরে দাঁ দিয়ে কুপিয়ে টুকরো টুকরো করে ফেলে।
এঘটনায় শিশুরা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন। ঘটনাস্থলে বাউফল থানার এসআই মাধবের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে ইমাম রায়হান গা ঢাকা দেয়। বিষয়টি সম্পর্কে জানতে ইমাম রায়হানের ০১৭৬৫-৭৮৮২৯৬ নম্বরে একাধিকবার ফোন দিলেও ফোন বন্ধ পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দা বাউফল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু জানান, ঘটনাটি জেনেছি। স্থানীয় চেয়ারম্যান সমাধানের জন্য এলাকাবাসিদের নিয়ে বসেছেন।
চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, সমাধানের জন্য বৈঠকে বসা হয়েছিল। ইমাম কৌশলে বৈঠক থেকে পালিয়ে গেছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ঘটনা জানার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।
পুলিশের খবর পেয়ে ইমাম রায়হান গা ঢাকা দিয়েছে। শিশুদের মানষিক কষ্ট লাঘবে তাদেরকে বোঝানো হয়েছে।