Mutabbir hussain
প্রকাশ ২১/০২/২০২১ ০৩:২৮পি এম
বানিয়াচংয়ে যুবলীগ নেতাকে সমাজচ্যুত ঘোষনা
হবিগঞ্জের বানিয়াচংয়ে যুবলীগ নেতাকে সমাজচ্যুত করার অভিযোগ উঠেছে গ্রাম্য মাতব্বরদের বিরুদ্ধে।প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী অলফুজুর রহমান খান।
ঘটনাটি ঘটেছে উপজেলার পাঠানটুলা গ্রামে। অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার তোপখানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ওই এলাকার প্রভাবশালী আসাদ মিয়া গংরা দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে ভূক্তভোগী অলফুজুর রহমান খানের বাড়ী পর্যন্ত তাকে ধাওয়া করে।বিষয়টি জানাজানি হলে এলাকায় শতশত মানুষের উপস্থিতিতে গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হয়।
আর ওই সালিশে অলফুজুর রহমান খানকে একতরফা দোষী সাব্যস্থ করে আজীবণ সমাজচ্যুত করার ঘোষনা দেন সৈদ্যরটুলা ছান্দের উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া,ছান্দ সর্দার এনামুল হোসেন খান বাহার,জামাত নেতা ইকবাল বাহার খান,তালহা খান,তখলিছুর রহমান,মাজহারুল ইসলাম অপু,শান্ত মিয়া,আনোয়ার মিয়ার সমন্বয়ে গঠিত গ্রাম্য মাতব্বরদের সালিশ কমিটি।
এব্যাপারে সালিশ কমিটির সভাপতি সৈদ্যরটুলা ছান্দ সরদার এনামুল হোসেন খান বাহার সাংবাদিকদের জানান,সমাজচ্যুত করার কোন ঘটনা ঘটেনি।আমাদের ছান্দের একটা ওয়াকফ স্টেট কমিটি রয়েছে,আমরা তাহাকে সেই কমিটি সদস্যপদ থেকে সাময়িক বরখাস্ত করেছি।