mukramin khan
প্রকাশ ২১/০২/২০২১ ০৩:৩৭পি এম
ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন
প্রেসক্লাবের এর পক্ষ থেকে যথাযোগ্য ‘মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর ২১ শেই ফেব্রুয়ারী তাড়াইল উপজেলা পরিষদ চত্বর স্বাধীনতা প্রতীক ৭১ ভাস্কর্য সংলগ্ন শহীদ মিনারে রাত ১২ টা ০১ মিনিটে উদযাপন’ করা হয়েছে ।
গত শনিবার ২১ এ ফেব্রুয়ারি তাড়াইল“উপজেলা প্রেসক্লাবে”র পক্ষ থেকে ভাষা শহীদদের’ স্মরণে তাড়াইল উপজেলা শহীদ মিনারে শহীদদের’ প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য’ অর্পণ ‘করে শ্রদ্ধা ‘জানানো হয় ।
এসময় উপস্থিত’ ছিলেন,তাড়াইল উপজেলা প্রেসক্লাবে”র সভাপতি:মকুট দাস মধু , সাধারণ সম্পাদক “দেলোয়ার হোসেন (রিপন) সাংগটনিক সম্পাদক , ওয়াসিম আকন্দ সোহাগ,সাংস্কৃতিক সম্পাদক : মুকরামিন খান স্বাধীন,জুবায়ের হোসেন খান সাকি ,শহিরুল গেনু , কাজল ,আজিজ ।
এ ছাড়াও বিভিন্ন’ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক’ সংগঠনসহ ‘সর্বস্তরের’ জনগণ পুষ্পস্তবক’ অর্পণ করে’ মহান মুক্তিযুদ্ধে’ শহিদ বীর মুক্তিযোদ্ধাদের’ প্রতি শ্রদ্ধা জানান।