Abdul Latif Moral
প্রকাশ ২১/০২/২০২১ ০২:৫৬পি এম
ডুমুরিয়ায় রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পেশাজীবি স্বেচ্ছাসেবি সংগঠন ডুমুরিয়া ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
রবিবার(২১ফেব্রুয়ারী) ডুমুরিয়া কলেজ ও শাহাপুর মধুগ্রাম সরকারি কলেজ প্রাঙ্গনে আয়োজিত ক্যাম্পেইন সংগঠনের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবি বৃন্দ পরিচালনা করেন।
ডুমুরিয়া ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সদস্য ডাক্তার বিশ্বাস আক্তার হোসেন, সভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদ মোড়ল এবং সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ বাপ্পি সহ অন্যান নেতৃবৃন্দের সার্বিক তত্বাবধায়ন ও নির্দেশনায় ক্যাম্পেইন দুটি পরিচালনা করেন জি,এম আবু মুসা,ফয়সল আহম্মেদ সুজন, কৃষ্ণা রাণী বিশ্বাস তহমিনা খাতুন,ইয়াছিন মোল্যা,ইমদাদুল হক,ছাব্বির মোড়ল,মোস্তাকিন হাওলাদার,ইমাম হোসেন,রাজা আহম্মদ মুন্না, টিপু সুলতান,সবুুজ স্বপ্ন রাজ,সুুকৃতি সরকার,কনক কুুমার। সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের কর্মকর্তা সবুুজ মাহমুুদ সবুুর, হাফেজ মোঃ ওয়াহিদুজ্জামান ও সাংবাদিক আব্দুল লতিফ মোড়ল,জাহিদুল ইসলাম লিপু,এ,এন বৈরাগী প্রমুখ।