Robin Mia
প্রকাশ ২১/০২/২০২১ ০২:৪১পি এম
শেরপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৬
বগুড়ার শেরপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে ছয় জন নিহত হয়েছে। আহত অন্তত ১০ জন।
রোববার ভোর ৫টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বগুড়ার শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। নিহত ব্যক্তিদের মধ্যে এক জন হলেন বাসচালক বাবলু। অন্যদের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা বজলুর রশিদ জানান, ভোরে ঢাকা থেকে বগুড়াগামী এস আর পরিবহনের বাসের সঙ্গে ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নিহত হন এসআর পরিবহনের চালক, চার যাত্রী ও ট্রাকচালক।
তিনি জানান, দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ জন। তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন, পাবনার সাঁথিয়ার ইয়াকুব হোসেন (৪২), তার স্ত্রী সালমা (৩৪), ছেলে ইমতি ও শিশু ইমতিয়াজ (১৮ মাস) এবং বগুড়ার মিজান (৪০), ফিরোজ (৩৫), নাদিয়া আক্তার, মৌসুমী, পাভিন, লাভলী ও শিবগঞ্জের শিশু লাফিজ।