আতাউর রহমান রাব্বি
প্রকাশ ২১/০২/২০২১ ১২:৫২পি এম
ফেব্রুয়ারির ২১ উঁকি দেয় মোর হৃদয়ে
তাইতো লাখো সালাম জানাই-
ভাষা শহীদ ভাইদের স্বরনে
যখন রাজপথ হয়েছে রঞ্জিত।
শহীদ ভাইদের তাজা রক্তে
রাজপথ যখন ধারন করল লাল রং,
জীবন দিলেন সালাম-জব্বার
কতো নাম না জানা ভাই।
সবার মুখে একই দাবি রাষ্ট্র ভাষা বাংলা চাই!
সালাম,জব্বার, রফিক, সফিক,বরকত ভাই
আমরা তোমাদের ভুলি নাই
তোমাদের আত্মত্যাগ আমাদের প্রেরণা।
তাই আমরা ছিনিয়ে এনেছি বিজয়ের পতাকা
তাই তোমাদের স্বরণে করছি অঙ্গিকার।
বাংলার মাঠিতে হবেনা অন্য ভাষার ব্যবহার,
ভাষা সৈনিক ভাইয়েরা হচ্ছে সবার সেরা
যারা ফিরিয়ে এনেছে আমাদের মাতৃভাষা।