M. A. S. ENAMUL MOBIN (SOBUJ)
প্রকাশ ২১/০২/২০২১ ১২:৩৪এ এম
দিনাজপুর চিরিরবন্দরে ১৯পিস ইয়াবাসহ মাদক সম্রাট আটক
শনিবার (২০ ফেব্রুয়ারি)দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় ১৯পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীরবন্দর এলাকায় পুলিশের অভিযান তাকে আটক করা হয়।
এসময় আটক যুবকের কাছ থেকে ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক সম্রাট নিতাই চন্দ্র রায়(২৪) দিনাজপুরের খানসামা থানার চকরামপুর গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানাযায়, মাদক সম্রাট নিতাইয়ের বিরুদ্ধে দিনাজপুরের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি)সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।