Md. Akramul Islam
প্রকাশ ২০/০২/২০২১ ১০:৪৭পি এম
রংপুরে ১ কেজি শুকনা গাঁজাসহ এক জনকে আটক করেছে তাজহাট থানা পুলিশ।
আজ ২০ ফেব্রুয়ারি (শনিবার) বিকালে রংপুর নগরীর তাজহাট থানা সংলগ্ন তুলা গবেষণা ইনস্টিটিউট এর সামনে পাকা রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে মাদকদ্রব্য গাঁজাসহ আসামীকে আটক করেছে পুলিশ।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন এর নির্দেশনায় তাজহাট থানার অফিসার ইনচার্জ আখতারুজ্জামান প্রধান এর নের্তৃত্বে, পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলামের সহযোগিতায় মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাজহাট থানার এস আই শেখ মোস্তফা কামাল ও এএসআই মুনমুন হোসাইন সঙ্গীয় ফোর্স কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার বারজানি গ্রামের মমিনুর রহমানের পুত্র শিপন মিয়া (২২) কে আটক করেছে।
এ বিষয়ে এসআই মোস্তফা কামাল জানান- তাজহাট থানার অফিসার ইনচার্জ আখতারুজ্জামান প্রধান এর নির্দেশে আমরা মাদকবিরোধী অভিযান চালিয়ে আসামি ধরতে সক্ষম হয়েছি। উক্ত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়েছে।