Md. Sorif Uddin
প্রকাশ ২০/০২/২০২১ ০৭:৫৯পি এম
জকিগঞ্জে ১৮৫০ পিস ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার
সিলেটের জকিগঞ্জে ১৮৫০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে জকিগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের মৃত মজির উদ্দিনের ছেলে আব্দুল হক (৩৮) ও মকরম আলীর ছেলে আব্দুস ছামাদ (২৮)।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। র্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমের নেতৃত্বে সিলেট জেলার জকিগঞ্জ থানার মালপুর এলাকা থেকে ১৮৫০ পিস ইয়াবা জব্দসহ পেশাদার মাদক কারবারি আব্দুলহক ও আব্দুসছামাদকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে স্থানীয় থানায় ওই দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে।