শাহজাদপুরে পুলিশের অভিযানে ৯ জুয়ারী আটক
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার শক্তিপুর মহল্লায় থানা পুলিশ অভিযান চালিয়ে ৯ জুয়ারীকে আটক করে।
এরা হলেন, ওজেদ শেখের ছেলে আউয়াল (৪০), কাদের শেখের ছেলে মোঃ শাহান (৫৬), মৃত রতি প্রামানিকের ছেলে শফিকুল ইসলাম (৩৫ ), নজু শেখের ছেলে মিনহাজ (৪০), আরজান শেখের ছেলে বাবলু ওরফে গোরা (৪২), মৃত গফুরের ছেলে খালেক (৩৮), আনছার প্রামানিকের ছেলে মোঃ বাবু (৪৫), নজির উদ্দিনের ছেলে কন্নু (৪৬), বদিউজ্জামানের ছেলে শামিম (৩০) কে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে নগদ অর্থ এবং জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়। ওসি (তদন্ত) কোমল কুমার দেবনাথ জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান শক্তিপুর মহল্লার শাহান আলী বাড়ির জুয়ার আসরে অভিযান চালায়। তখন ৯ জুয়ারুকে আটক করে থানায় নিয়ে আসে।
পরে গতকাল শুক্রবার থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়।