Zubair Ahmad Sabbir
প্রকাশ ১৯/০২/২০২১ ১১:৪১পি এম

চাটখিলের কামালপুরে দৃষ্টি নান্দনিক জামে মসজিদের উদ্বোধন

চাটখিলের কামালপুরে দৃষ্টি নান্দনিক জামে মসজিদের উদ্বোধন Ad Banner

নোয়াখালীর চাটখিল উপজেলার ৫ নং মোহাম্মদপুর ইউনিয়ন কামালপুরে শুক্রবার ১৯ই ফেব্রুয়ারী জুমার নামাজের মাধ্যমে কামালপুর জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়। 

কামালপুর জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মাহমুদ আল হাবীবের সঞ্চালনায় বারডেম হাসপাতালের পরিচালক ও পুলিশের সাবেক ডিআইজি গোলাম কিবরিয়া ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

ডিবিএল গ্রুপের অর্থায়নে নির্মিত মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের এমপি এইচ এম ইব্রাহিম। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামালপুর নবনির্মিত জামে মসজিদের প্রতিষ্ঠাতা ও ডিবিএল গ্রুপের চেয়ারম্যান এম এ ওয়াহিদ বাবুল, এম এ রহিম, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, চাটখিল পৌরসভার নবনির্বাচিত মেয়র ভিপি নিজাম উদ্দিন। 

উদ্বোধনী দিনে জুমার নামাজের খুতবা পাঠ করেন ঢাকা জামিয়া রাহমানিয়া প্রধান মুফতি শায়খুল হাদীস আল্লামা মনসুরুল হক, জুমার নামাজের ইমামতি ও দোয়া পরিচালনা করেন জামেয়া রাহমানির শায়খুল হাদীস আল্লামা হেফজুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভূঁইয়া, জয়াগ কলেজের সহকারী অধ্যাপক রেজাউল কবির সোহেল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক বেলায়েত হোসেন, উপজেলা কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ