Abdul Latif Moral - (Khulna)
প্রকাশ ১৯/০২/২০২১ ০৮:১৩পি এম

ডুমুরিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

ডুমুরিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত Ad Banner

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে খুলনার ডুমুরিয়া উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যেদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮ টায় উপজেলার প্রাণী সম্পদ দপ্তরে সামনে থেকে ম্যারাথন দৌড়ের শুভ উদ্বাধন করা হয়।

৫৫ পদাতিক ডিভিশন যশোর অঞ্চল, বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বয়ে এবং ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর প্রাঙ্গনে বেলুন উড়িয়ে ম্যারাথনের শুভ উদ্বোধন করেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।

এ সময় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ, থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহম্মেদ, শিক্ষক নেতা দেবাশীষ চন্দ ও রবিউল ইসলাম লাবুসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,শিক্ষক,জনপ্রতিনি সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।

প্রাণী সম্পদ দপ্তর কার্যালয়ের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে কর্ণেল এইচ,এম,এ গফফার সড়কের দীর্ঘ ৫ কিলোমিটার অতিক্রম করে পুনরায় শুরুর স্থলে ফিরে শেষ হয়। বিভিন্ন শ্রেণী পেশার প্রায় শত শত প্রতিযোগী এ ম্যারাথনে অংশ নেন।

সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন যশোর অঞ্চলের সমন্বয়কারী অফিসার মেজর ফয়সল সার্বিক সহযোগিতায় এ ম্যারাথন অনুষ্ঠিত হয়।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ