Zubair Ahmad Sabbir
প্রকাশ ১৩/০২/২০২১ ০৮:৩৯পি এম
সড়ক দুর্ঘটনায় ঢাবি ছাত্রলীগের উপ-সম্পাদকের মৃত্যু
ঢাকা
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক মেহেদী হাসান শান্ত আজ দুপুরে নরসিংদীর
সৈয়দ নগর এলাকায় মর্মান্তিক মটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল
কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না
ইলাইহি রাজিউন……
মেহেদী
হাসান শান্ত’র গ্রামের বাড়ি নরসিংদী শিবপুরের কলেজ গেট এলাকায়। তাঁর বাবা মোঃ মফিজ
উদ্দিন পল্লীবিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন ঠিকাদার।
শান্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (শহিদুল্লাহ হল) ফলিত পরিসংখ্যান বিভাগের ১৪-১৫ ব্যাচের শিক্ষার্থী।
শান্ত শিবপুর পাইলট মডেল হাই স্কুল থেকে মাধ্যমিক এবং সরকারি শিবপুর আসাদ কলেজ থেকে
উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
ঢাকা
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সাক্ষরিত
এক শোকবার্তায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা
জানায়। মৃতের আত্মার শান্তি কামনা করেন।