Md. Jillur Rahman Russell
প্রকাশ ১৩/০২/২০২১ ০৭:২০পি এম
ফরিদপুর প্রেসক্লাবে ২০ লাখ টাকা অনুদান দিলো শারমিন গ্রুপ
ফরিদপুর প্রেস ক্লাবের চলমান উন্নায়ন কাজে ২০ লাখ টাকার অনুদান দিলেন শারমিন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মাদ ইসমাইল হোসাইন। ১৩ ফেব্রুয়ারি শনিবার বিকেলে ফরিদপুর প্রেস ক্লাবের হলরুমে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ অনুদানের ঘোষণা দেন।
শিল্পপতি ইসমাইল হোসাইন এ সময় বলেন, সাংবাদিকেরা সমাজের বিবেক। কিন্তু কর্মজীবনে তাদেরকে নানাবিধ প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। বিশেষ করে জেলা শহরের সাংবাদিকদের নানা কষ্ট সহ্য করতে হয়।
উন্নয়নের স্বার্থে আমাদের এসব সাংবাদিক ভাইদের কথাও ভাবতে হবে। আমাদের এক হয়ে কাজ করতে হবে। এ সময় তিনি ফরিদপুর প্রেস ক্লাবের উন্নয়নে ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।
ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, শহর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সাংবাদিক নির্মলেন্দু চক্রবর্তী শংকর, সাজ্জাদ হোসেন রনি, শেখ সাইফুল ইসলাম অহিদ, রেশাদুল হাকিম, হাসানউজ্জামান, আ ত ম আমির আলী, মনিরুল ইসলাম, হারুন আনসারী, মফিজুর রহমান শিপন, বেলাল চৌধুরী প্রমুখ।