mahfuz
প্রকাশ ১৩/০২/২০২১ ০৭:১০পি এম
শীত শেষে ঋতুরাজ বসন্তের আগমনে নতুন করে সাজতে শুরু করেছে প্রকৃতি। দখিনা বাতাস আর নানা রকম ফুলের সৌরভ জানান দিচ্ছে এসে গেছে বসন্ত।
কবি-লেখকরা এই ঋতুকে বলছেন সৃজনশীলতার ঋতু। নিসর্গবিদরা বলছেন, দখিনা বাতাস আর প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মনকে করে তোলে এমন উদাস।
থোকায় থোকায় রক্তরঙ্গা শিমুল আর আগুন লাগা পলাশের সমারোহ, থেকে থেকে কোকিলের কুহুতানে মানুষের মন হয় উচাটন।
নিয়ে যায় দূরের কোন ঘাসফুল ফোটা মাঠে। এক সাথে এত রং, এত বৈচিত্র্যময়তা অন্য কোন ঋতুতে দেখা যায় না।
প্রকৃতির রূপের পরিবর্তনের সাথে মানুষের মনের রয়েছে এক গভীর সংযুক্তি বলছেন কবি-লেখকরা।
প্রকৃতির সাথে তাল মিলিয়ে বসন্তের প্রথম দিনে মানুষও সেজে ওঠে নানান রঙ ও উৎসবে। বসন্ত হচ্ছে সৃজনশীলতার ঋতু।
শীত-কুয়াশার নির্জীব প্রকৃতিকে প্রাণবন্ত করে তুলতেই দখিনা বাতাসে বসন্ত ভেসে আসে দূরে মাঠের ধারে সবুজ ঘাস আর পলাশ-পারিজাতের হাত ধরে।
সবার মনে এই ঋতু যেনো সৃষ্টি করে জীবন ধারণ পদ্ধতির এক নতুন জীবন।