MIJANUR RAHMAN
প্রকাশ ১৩/০২/২০২১ ০২:৫৭পি এম
পুষ্পে পুষ্পে রঞ্জিত তোমার দুটো গাল,
তাহা দেখিতে হইয়াছে রক্ত জবার মতন লাল।
তোমারো ওষ্ঠে অবশ্য ছিলো নাকো কোন লাল,
তাহা দেখিয়া আমি হইয়াছি মাতাল।
নব প্রভাতে তোমারো মোহনা দেখিয়া,
জাগিয়াছে পরানে প্রেম ওগো মোর প্রিয়া।
তোমার খোলা কেশের হাওয়া লাগিয়াছে মোর পরানে,
সেই সুগ্ধি এখনো রহিয়াছে মোর পরানে।
তোমারে করিয়াছি এ জীবনের ধ্রুব তারা,
এ জীবনে আমি আর হব নাকো পথো হারা।
তোমারো হস্তের পুষ্প মোর নহে,
তাহা দান করিলে আমি গ্রহন করিব সাদরে।
তোমার অন্তরের দ্বার খুলিয়া মোরে ডাকিলে,
আমি আসিবই মোর ভালবাসা তোমারে অর্পণ করিয়া।
মন বলে যে ক্ষনে-ক্ষনে,
তোমার লাগি আছি চেয়ে।
তব তুমি কি আসবে,
তোমারো ভালবাসা বাড়াইয়ে?