রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Verified আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ০৭/০৮/২০২৪ ০৬:৩২পি এম

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার: সেনাপ্রধান

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার: সেনাপ্রধান
গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “গুজব চলছে, গুজবে কান দেবেন না। গুজব রটাবেন না। নিবৃত্ত থাকলে ভালো হবে।“

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার রাত ৮টার দিকে হতে পারে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান।

বুধবার সেনাসদরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সময় কম হলেও বৃহস্পতিবার শপথ গ্রহণের অনুষ্ঠান আয়োজনের জন্য চেষ্টা চলছে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নির্বাচিত শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, তিনি কাজ করতে অত্যন্ত আগ্রহী।

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে মুহাম্মদ ইউনূসকে নির্বাচন করার কথাও জানান তিনি।

শিগগির লুটতরাজ বন্ধ হয়ে দেশের পরিস্থিতি অবাধ সহজ পরিস্থিতিতে ফেরত চলে আসবে আশা প্রকাশ করে তিনি বলেন, সেনা, বিমান ও নৌবাহিনী সর্বাত্মকভাবে সহযোগিতা করবে। সবাই মিলে সাহায্য করবে। বাংলাদেশ সক্ষম হবে ঘুরে দাঁড়াতে।

”তিন বাহিনী জনগণের সাথে আছে। সুন্দর ভবিষ্যতে পৌঁছাতে পারব বলে আশা করছি।” সেনা প্রধান গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “গুজব চলছে, গুজবে কান দেবেন না। গুজব রটাবেন না। নিবৃত্ত থাকলে ভালো হবে।“

পুলিশের মনোবলওে ফেরত আসবে তুলে ধরে তিনি বলেন, পেশাদার ফোর্স হিসেবে তারা দ্রুত কাজ করতে সক্ষমত হবে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ