Saturday -
  • 0
  • 0
Verified আই নিউজ বিডি ডেস্ক
Posted at 27/04/2020 03:10:am

চিড়িয়াখানার ৪ বাঘ, ৩ সিংহ করোনাভাইরাসে আক্রান্ত

চিড়িয়াখানার ৪ বাঘ, ৩ সিংহ করোনাভাইরাসে আক্রান্ত
সম্প্রতি নিউইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানার আরও একটি বাঘ ও ছয়টি বনবিড়ালের শরীরে ভাইরাসটির উপস্থিতি মেলে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানায় চারটি বাঘ এবং তিনটি সিংহের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর আগেও ওই চিড়িয়াখানায় একটি বাঘ ও ছয়টি বনবিড়ালের শরীরে ভাইরাসটির উপস্থিতি মেলে। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গত ৫ এপ্রিল নিউইয়র্কের ওই চিড়িয়াখানার ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি প্রথম শনাক্তের খবর প্রকাশ্যে আনে। ওই সংস্থাই চিড়িয়াখানাটির দেখাশোনার দায়িত্বে রয়েছে। সম্প্রতি নিউইয়র্কের এই চিড়িয়াখানায়বাঘ নাদিয়া কোভিড-১৯ এ আক্রান্ত হয়। ব্রঙ্কস চিড়িয়াখানায় এক কর্মী থেকে এ সংক্রমণ ঘটেছে বলে ধারণা করছে মার্কিন কৃষিবিভাগ। পরে ওই চিড়িয়াখানার বেশ কিছু সিংহ ও বাঘের মধ্যে শ্বাসজনিত কষ্টের উপসর্গ দেখা দেয়। চিড়িয়াখানার প্রাণীদের অজ্ঞান না করেই তাদের শরীর থেকে নমুনা নিয়ে করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে। যেসব প্রাণীদের শুকনো কাশি বা শ্বাসকষ্ট হচ্ছে তাদেরকেও আলাদা করে রাখার সিদ্ধান্ত নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ