mahfuz
প্রকাশ ২৪/০১/২০২১ ০৭:০৮পি এম
রংপুরে বিএসটিআই এর ভ্রাম্যমান আদালতের অভিযান
মেট্রিক পদ্ধতির প্রচলন বাস্তবায়নসহ ওজন ও পরিমাপে কারচুপি রোধে এবং পণ্যে ভেজাল প্রতিরোধ কল্পে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) এর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে রবিবার (২৪ জানুয়ারি) রংপুর মহানগরীতে প্রশাসনের সহযোগিতায় বিএসটিআই’র ভ্রাম্যমান আদালতে করা হয়।
অভিযান পরিচালনাকালে মেসার্স হক ব্রাদার্স ফিলিং স্টেশন, সিও বাজার, কেল্লাবন্দ, রংপুর এর দুইটি পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে যথাক্রমে প্রতি ১০লি: এ ৮৫মিলি এবং ৭৫মিলি জ¦ালানি তেল কম প্রদান করায় “ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮” এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী দশ হাজার টাকা জরিমানা করা হয়।
উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মাহমুদ হাসান মৃধা।
সহায়তা করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর-এর পরিদর্শক (মেট্রোলজি) জনাব মো: লুৎফর রহমান এবং ফিল্ড অফিসার (সিএম) জনাব ইবাদত মানিক।
জেলা প্রশাসনের সহযোগিতায় বিএসটিআই’র এরূপ অভিযান চলমান থাকবে।