Md. Razaul Karim
প্রকাশ ২২/০১/২০২১ ১২:১২এ এম
"আমাকে এক আঙুল দিয়ে খোঁচালে আমি দুই আঙুল দিয়ে খোঁচাবো"
বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা ফরিদপুর-৪ আসনের সাংসদ নিক্সন চৌধুরীর সম্প্রতি করা বিভিন্ন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেছেন, আমাকে খোঁচাবেন না। আমাকে এক আঙুল দিয়ে খোঁচালে আমি দুই আঙুল দিয়ে খোঁচাবো। আপনি যত বড় নেতাই হোন।
বসুরহাট রূপালী চত্বরে এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় এ কথা বলেন কাদের মির্জা।
এসময় কাদের মির্জা বলেন, আপনার বিচার একদিন ফরিদপুরের ভাঙ্গার মানুষ করবে। সে দিন আর বেশি দূরে নয়। আপনি সংযত হয়ে কথা বলুন। বঙ্গবন্ধুর পরিবারকে কলঙ্কিত করবেন না। এ পরিবার আমাদের মূল চালিকা শক্তি, আমাদের আদর্শ বঙ্গবন্ধুর পরিবার।
এদিকে সংবাদ সম্মেলনে নোয়াখালী-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও নোয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন জেহানের সাম্প্রতিক কর্মকান্ডের সমালোচনা করে কাদের মির্জা বলেন, ‘একরাম সাহেব, জেহান সাহেব মামলার ভয় দেখান? '৮২ সালে এরশাদ বিরোধী আন্দোলনে গিয়ে গ্রেফতার হয়েছি। টাকার গরম দেখান, লুট করে কতো টাকার মালিক হয়েছেন? কোথায় পেলেন এত টাকা জনগণের কাছে একদিন হিসাব দিতে হবে।’