Md Akramul Hoque
প্রকাশ ২১/০১/২০২১ ১১:৩৬পি এম
চসিক নির্বাচন: যুবলীগের মিছিলে ককটেল হামলা
নগরের পাঁচলাইশ থানার ষোলশহর এলাকায় সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে যুবলীগের প্রচারণার মিছিলে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ষোলশহর ফরেস্ট গেইটের মুখে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ যুবলীগের।
নগর যুবলীগের সদস্য শাখাওয়াত হোসেন স্বপন জানান, রেজাউল করিম চৌধুরীর পক্ষে প্রচারণার অংশ হিসেবে যুবলীগের একটি মিছিল ষোলশহর থেকে শুরু হয়।
মিছিলটি ফরেস্ট গেইট এলাকায় আসলে বিএনপির নেতাকর্মীরা যুবলীগের মিছিল লক্ষ্য করে তিনটি ককটেল ফাটিয়ে দ্রুত সটকে পড়ে।
৮ নম্বর ষোলশহর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আবুল বশর বলেন, হামলার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক, ওমরগনি এসইএস কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান তারেক বলেন, সিটি করপোরেশন নির্বাচনে ভয়ভীতি, আতঙ্ক ছড়াতে বিএনপি প্রতিদিন আওয়ামী লীগের মিছিলে হামলা করছে।