MAHER AHMED
প্রকাশ ২১/০১/২০২১ ১১:২৬পি এম

নওগাঁয় দুঃস্থ অসহায় ও প্রতিবন্ধিদের মাঝে শীত বস্ত্র বিতরণ

নওগাঁয় দুঃস্থ অসহায় ও প্রতিবন্ধিদের মাঝে শীত বস্ত্র বিতরণ Ad Banner

নওগাঁয় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মরহুম সামসুল হকের স্মরণে দুঃস্থ আসহায় ও প্রতিবন্ধি শীতার্তদের মাঝে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য শাহীন মনোয়ারা হকের উদ্যেগে সাড়ে তিনশত শীতবস্ত্র বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা ১২ ঘটিকায় শহরের হোটেল যমুনার কমিউনিটি সেন্টারে বিতরণ করা হয়েছে, এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য শাহীন মনোয়ারা হক।

বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোহনা টিভির জেলা প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল।

আয়োজনে উপস্থিত ছিলেন ৭১ টিভির প্রতিনিধি তন্ময় ভৌমিক, মৌলানা আকরাম হোসেন, প্রমুখ। প্রধান অতিথি বলেন পর্যায় ক্রমে প্রতিটি ওয়ার্ডে শীত বস্ত্র বিতরণ করা হবে।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ