- 0
- 0
দুই পুলিশ অফিসারকে ধুনট উপজেলা প্রশাসনের শুভেচ্ছা

বগুড়া জেলার শ্রেষ্ঠ অফিসার অফিসার নির্বাচিত হওয়ায়, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান ও ধুনট থানা অফিসার ইনচার্জ ওসি কৃপা সিন্ধু বালাকে ফুলেল শুভেচ্ছা জানায় উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) উপজেলা পরিষদ সভা কক্ষে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভায় এ শুভেচ্ছা জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
উল্লেখ্য গত মঙ্গলবার (১২ জানুয়ারী) বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ অফিসারদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)।
ফুলেল শুভেচ্ছা বিনিময় ও উপজেলা মাসিক সমন্বয় সভা শেষে উপজেলার প্রত্যেক ইউনিয়ন পরিষদে কম্পিউটার বিতরণ করা হয়।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবগন উপস্থিত ছিলেন।