- 0
- 0
আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসুস্থ

আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।
আজ বৃহস্পতিবার তিনি হঠাৎ করে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন এবং সাতক্ষীরা শহরে তার বাসায় চিকিৎসাধীন আছেন।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, সাংবাদিক এবং তুখোড় নেতা অসীম বরণ চক্রবর্তী প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকায় ছুটে বেড়িয়ে থাকেন।
মানুষের সুখ-দুঃখ শ্রবনসহ অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কাজ করার প্রত্যয় নিয়ে নিয়মিত বিচরণের মাধ্যমে তিনি স্বরব উপস্থিতি বিদ্যমান রেখে আসছেন।
বুধবার সন্ধ্যা পর্যন্ত তিনি শোভনালী ইউনিয়নে ছিলেন কিন্তু আজ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
তিনি ও তার পরিবারের পক্ষ থেকে তার সুস্থতা কামনার জন্য সকলের কাছে অনুরোধ জানান হয়েছে।