- 0
- 0
আশাশুনিতে মোবাইল কোর্টে আগুনে পুড়িয়ে জাল বিনষ্ট

আশাশুনি উপজেলার মরিচ্চাপ নদীতে 'বিশেষ কম্বিং অপারেশন-২০২১' উপলক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
নদীতে রেণুমাছ ধরার কাজে মশারী জাল ও বড় মাছ ধরার নামে বেহুন্দি জাল পেতে বাগদা ও ছাটি রেণু পোনা ধরার পাশাপাশি বিভিন্ন প্রজাতির মাছের রেণু ধ্বংস করা হয়ে থাকে।
প্রতি বছর মৎস্য দপ্তরের পক্ষ থেকে মাইকিং, লিপলেট বিতরণ ও মতবিনিময় সভা করে নিয়ম মেনে চলার আহবান জানানো হয়ে থাকে। তারপরও গরীব মানুষ ও জেলেরা সরকারি বিধি নিষেধ অমান্য করে নদীতে মাছ ধরা ও রেণু পোনা বিনষ্ট করে আসছে।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে নদীতে পেতে রাখা একটি বেহুুন্দি জাল ও চারটি মশারী জাল আটক করা হয়।
পরে আটককৃত জাল উপজেলা পরিষদ চত্বরে নিয়ে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। আটককৃত জালের মূল্য অনুমান ৪০/৪৫ হাজার টাকা।
সম্পর্কিত সংবাদ
- 0
- 0