• 0
  • 0
Verified আই নিউজ বিডি ডেস্ক
Posted at 14/01/2021 03:54:pm

করোনার নতুন স্ট্রেইন বাংলাদেশে আসেনি: ড. সমীর সাহা

করোনার নতুন স্ট্রেইন বাংলাদেশে আসেনি: ড. সমীর সাহা

করোনার জিনোম সিকোয়েন্স নিয়ে কাজ করা চাইল্ড রির্সাস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. সমীর সাহা জানিয়েছেন, যুক্তরাজ্যে করোনার যে নতুন স্ট্রেইন পাওয়া গেছে তা এখনও বাংলাদেশে আসেনি। তবে যেকোন সময় আসতে পারে। কারণ এই স্ট্রেইনগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়। 

আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) এক অনলাইন মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। 

তিনি বলেন, দেশে এ পর্যন্ত করোনার ৭০০ জিনোম সিকোয়েন্স করা হয়েছে। তবে কোন্ নির্দিষ্ট স্ট্রেইনে মানুষ মারা যাচ্ছে তা জানা যায়নি।  তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে একটা ভাইরাস অস্ট্রেলিয়ায় গেছে।

তিনি দাবি করছেন, এ ভাইরাসটি চার্টার্ড বিমানে করে গেছে।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ