- 0
- 0
বামনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

বরগুনার বামনা উপজেলার উত্তর গুদিঘাটাগ্রামের আবু হাওলাদারের ছেলে হাসিব হাওলাদারের সাথে বুধবার দুপুরে বিবাহের দাবিতে এক সন্তানের জননী সুখি বেগম অবস্থান নিয়েছে। প্রেমিক হাসিব হাওলাদার পলাতক রয়েছে।
ঘটনার বিবরণে জানা যায় একই গ্রামের ফুল মিয়ার স্ত্রী সুখী বেগমের সাথে হাসিবের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলে আসছে। হাসিবের কথিত মতে সুখি বেগম তার স্বামী ফুলমিয়া কে তালাক দেয়। তালাক দেওয়ার পর সুখি বেগম হাসিবকে বিবাহের জন্য বলিলে।হাসিব অপারোগ প্রকাশ করে আত্ব গোপন করে।
পরবর্তীতে সুখি বেগম স্হানীয় চেয়ারম্যান মিজানুর রহমানের কাছে বিচার চাইলে।মিজানুর রহমান হাসিবের বাবা আবু হাওলাদারকে খবর দিলে আবু হাওলাদার সুখিবেগমকে বাড়িতে নিয়ে যায়।
বাড়ীতে নিয়ে আবু হাওলাদার ও সুখি বেগমকে ঘরে উঠাতে অপারোগতা প্রকাশ করে।
আরও পড়ুন: বরগুনায় ১ হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
বর্তমানে সুখি বিবাহের দাবী নিয়ে ঐ বাড়ীতে অবস্হান করছে।
আরও পড়ুন: বরগুনা পৌর মেয়রকে আ.লীগ থেকে ‘বহিষ্কারের’ ঘোষণা
সুখির তিন বছরের একটি সন্তান রয়েছে। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার গুলিশাখালি ইউনিয়নের লক্ষনা গ্রামের হেমায়েত তালুকদারের মেয়ে।