• 0
  • 0
Samium Bashir Meraz
Posted at 14/01/2021 01:11:pm

আইপিএল আয়োজনের সময় সঠিক না: ল্যাঙ্গার

আইপিএল আয়োজনের সময় সঠিক না: ল্যাঙ্গার

অস্ত্রেলিয়া সফর যেন ইন্ডিয়া টিমের জন্য খুব সুফল বয়ে আনতে পারেনি, সামি, জাদেজা,লোকেশ রাহুল সহ অনেকেই পড়েছেন ইনজুরিতে। এমনকি অজি শিবিরেও অনেকটা একই অবস্থা! সিরিজের প্রথম দুটি ম্যাচে ছিলেন না ডেভিড ওয়ার্নার।  

অস্ট্রেলিয়ার হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার এর জন্য দায়ীকরলেন আইপিএল আয়োজনকে। তিনি বলেন, এই সিরিজে অনেক খেলোয়াড় চোট পেয়েছে। সাদা বলের ক্রিকেটে চোট ও আঘাত আমাদের ভুগিয়েছে। আর টেস্ট সিরিজে ভারতকে ভোগাচ্ছে। আমরা এই ব্যাপারটি নিয়ে পরবর্তীতে অবশ্যই পর্যালোচনা করব। কিন্তু আমার মনে হয়, এবারের আইপিএল সঠিক সময়ে আয়োজন করা হয়নি। বিশেষ করে এই ধরনের গুরুত্বপূর্ণ সিরিজের আগে এই টুর্নামেন্ট আয়োজন ঠিক হয়নি। 

এরপরই তাঁর সংযোজন, ‌আইপিএল আমিও পছন্দ করি। আমাদের ক্রিকেটারদের সাদা বলের ক্রিকেটে উন্নতিতে এই টুর্নামেন্টের অবদানও রয়েছে। তবে দুই দলই যেভাবে চোটের কবলে পড়েছে, তাতে আমার মনে হচ্ছে আইপিএল আয়োজনের সময় একদমই সঠিক ছিল না।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ