- 0
- 0
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় গৃহবধুর মৃত্যু

চুয়াডাঙ্গায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে স্ত্রী উম্মে সালমার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১৩ জানুয়ারি) রাতে সদর উপজেলার ভিমরুল্লা জেলা কারাগারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
উম্মে সালমা ও তার স্বামী আলতাফ হোসেন ২ জনই পল্লী বিদ্যুৎ কার্যালয়ে চাকরি করতেন। চুয়াডাঙ্গার দৌলতদিয়ায় তাঁরা ভাড়া বাসায় থাকতেন।
কর্মস্থল থেকে বাড়ি যাওয়ার পথে শহরের ভিমরুল্লা জেলা কারাগারের সামনের গতিরোধক অতিক্রম করার সময় স্বামীর মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে যান উম্মে সালমা। এ সময় তিনি মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উম্মে সালমা।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান এর সত্যতা নিশ্চিত করেন।