- 0
- 0
কিশোরগঞ্জ থেকে ৩১৬ টি ফেনসিডিল বোতল উদ্ধার

কিশোরগঞ্জ থেকে ৩১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইব্রাহিম হোসেনের নেতৃত্বে সদর উপজেলা যশোদল ইউনিয়নের বীরদামপাড়া হাজী মোঃ লিয়াকত আলী মাস্টারের পুকুর পাড়ে অভিযান চালায় পুলিশ। এ সময় কাউকে গ্রেফতার করতে না পারলেও ৩১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
কিশোরগঞ্জ মডেল থানার এস.আই আলমাস আল রাজী বলেন, এ অভিযানে আসামীরা পালিয়ে গেলেও তাদের শনাক্ত করতে পেরেছি। তারা হলেন, বীর দামপাড়া গ্রামের মোঃ নিজাম উদ্দিনের পুত্র ছাইফুল (৩০) ও শফিক (২৫), একই গ্রামের (মৃত) ছাত্তারের পুত্র রোমান (২০), জামাল উদ্দিনের পুত্র রুবেল (২০) ও (মৃত) রোশন মুন্সীর পুত্র নিজাম উদ্দিন আউলিয়া।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইব্রাহিম হোসেন জানান, আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।