- 0
- 0
সাতক্ষীরা পৌর নির্বাচনের মনোনয়ন পেলেন শেখ নাসেরুল হক

আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাসেরুল হক।
বুধবার (১৩ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তাকে মনোনয়ন দেওয়া হয়।
শেখ নাসেরুল হক সাতক্ষীরা জেলা ফুটবল ফেডারেশন ও সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলনে সভাপতি নির্বাচিত হন।
তার বাবা শেখ আশরাফুল হক সাতক্ষীরা পৌরসভার একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ও প্রথম মেয়র ছিলেন।