- 0
- 0
ইটভাটার মাটি চাপা পড়ে শ্রমিক নিহত

তালা উপজেলার হাজিডাঙ্গা গ্রামের শ্রমিক ওলিয়ার সরদারের (৫০)মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ডুমুরিয়া উপজেলার সাহস গ্রামের টিএমএসবি ইট ভাটায় স্তুপকৃত মাটি সরাতে গিয়ে চাঁপা পড়ে সে মারা যায়। এ ঘটনায় ইট ভাটা মালিকের দেয়া তথ্যের ভিত্তিতে ডুমুরিয়া থানায় একটি অপমৃত্যু
মামলা হয়েছে।
অসাবধানতা বশত, স্তুপকৃত মাটির উপরের অংশ ভেঙ্গে ওলিয়ার সরদারের শরীরের উপর পড়লে সে মাটির নিচে চাপা পড়ে। এতে সে গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়লে ইট ভাটায় কর্মরত অন্যান্য শ্রমিকরা আহত ওলিয়ারকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আনার পথিমধ্যে তার মৃত্যু হয়। এ ঘটনায় ইট ভাটায় কর্মরত ব্যবস্থাপক হামিদুজ্জামান ওরফে মুক্ত মোল্লা মঙ্গলবার রাতে থানায় একটি একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।