- 0
- 0
আমি জোনাক তারা,তুমি হলে পাখি।
তোমার কথা ভাবলে আমার কখন কী যে হয়,
স্মৃতিগুলো পর হয়ে যায়,তুমি হও নির্ভয়।
তোমার কথা ভাবতে থাকে,নির্জন ভেঙ্গে কেউ,
পাখিরা সব উড়ে গিয়ে মনে তুলে ঢেউ।
ভাবনা গুলো আকাশ হয়, চোখগুলো হয় নীল,
বেলা কেমন পাল্টে গিয়ে, চিন্তারা হয় বিল।
পাখির ডাকে সময় চলে,ক্লান্তিরা সব পর,
সন্ধ্যা হলে শিয়াল ডাকে,লোকেরা বলে ধরধর।
আমি হলাম জোনাক তারা,তুমি হলে পাখি,
আদর সোহাগ বিলিয়ে দিয়ে, তোমায় আমি রাখি।
রাত্রি যখন গভীর হলো, কেউ সজাগ নাই,
আমি তখন ইচ্ছে করেই তোমার ঘরে যাই।
তুমি বলো কেমন করে ঘরে তবে এলাম,
লজ্জা পেয়ে, তোমার চোখে আমি বুঝি গেলাম।
সম্পর্কিত সংবাদ
- 0
- 0
- 0
- 0