- 0
- 0
পিকে হালদারের বান্ধবীর রিমান্ড মঞ্জুর ৩ দিনের

রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে এই রিমান্ডের মঞ্জুর দেন। দুদকের উপ-পরিচালক মোঃ সালাউদ্দিনের নেতৃত্বে ধানমন্ডি এলাকা থেকে অবন্তিকা বড়ালকে গ্রেফতার করে দুদক কার্যালয়ে নিয়ে আসা হয়।
পিকে হালদারের সঙ্গে যোগসাজশে অসৎ উদ্দেশে বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে অবন্তিকার বিরুদ্ধে।