- 0
- 0
শিক্ষার্থীদের চার দফা দাবি আদায়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বরিশালে চার দফা দাবি আদায়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা।
আজ বুধবার সকাল ৯ঃ৩০ মিনিটে বরিশাল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে তারা।
করোনা কালীন সময়ে দীর্ঘ আট মাস পরে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে আসে পরিক্ষা বার্তা। কিন্তু ক্লাস থেকে দুরে এবং অনলাইন শিক্ষায় তেমন কোন যুগান্তকারী পদক্ষেপ না নেয়ায় ভোগান্তির শিকার শিক্ষার্থীরা। এই অবস্থায় তারা চার দফা দাবি আদায়ের লক্ষ্য আজ বরিশাল প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
এতে যোগ দেয় বরিশাল জেলার বিভিন্ন সরকারি বেসরকারি পলিটেকনিক এর ছাত্র ছাত্রীবৃন্দ। তাদের দাবি- কোন ভাবেই ১ বছর লস মানি না, ১ম ২য় ৫ম ও ৭ম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা নিতে হবে, সকল অতিরিক্ত ফি প্রত্যাহার করে এবং বেসরকারী পলিটেকনিক ফি অর্ধেক করতে হবে, ২০২১ সালের মধ্যে ডুয়েট সহ অন্যান্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে।
এছাড়া আন্দোলনে শিক্ষার্থীরা তাদের প্রতি সরকারের বিশেষ নজরদারির জন্য অনুরোধ জানিয়েছে।
সম্পর্কিত সংবাদ
- 0
- 0