- 0
- 0
করোনাভাইরাসের তাণ্ডবে দিশেহারা অবস্থা আমেরিকার

করোনাভাইরাসের তাণ্ডবে দিশেহারা অবস্থা আমেরিকার। দেশটিতে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না প্রাণহানি ও আক্রান্তের সংখ্যা।
আজ বুধবার (১৩ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ২০ লাখ ৬ হাজার ১৬৩ জন, মোট মারা গেছেন ১৯ লাখ ৭০ হাজার ৩০ জন।
গত ২৪ ঘণ্টায় মঙ্গলবার আমেরিকায় করোনায় ৪ হাজার ২৫৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ১২১ জন। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, আমেরিকায় করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার ২২৫ জন।
দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ৮৯ হাজার ৫৯৯ জন। ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৪ লাখ ৯৫ হাজার ৮১৬ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫১ হাজার ৫৬৪ জন।