- 0
- 0
বাজারে আসতে পারে পুরুষদের গর্ভনিরোধক পিল!

লস এঞ্জেলস বায়োমেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউট-এর গবেষকরা পুরুষদের গর্ভনিরোধক পিল আবিষ্কার করেছেন বলে দাবি করছেন। সেই সাথে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন এই ওষুধ তৈরিতে সহায়তা করেছে বলে জানা গিয়েছে।
বর্তমানে বাজারে শুধুমাত্র মহিলাদের জন্যই গর্ভনিরোধক ওষুধ (Birth Control Pills) পাওয়া যায় এবং পুরুষদের জন্য এই ধরণের কোনও ওষুধ এখনও পাওয়া যায় না।
তবে লস এঞ্জেলস বায়োমেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউট-এর এই গবেষকরা দাবি করেছেন নতুন এই ওষুধ রোজ একটি করে সেবন করলেই কাজে দেবে। সেই সাথে আরও বলা হয় ঠিক যেভাবে মহিলারা Birth Control Pills সেবন করেন, সেভাবেই এই ওষুধ নিতে পারবেন পুরুষরা।
এই ওষুধের নাম হবে dimethandrolone undecanoate (DMAU). গর্ভধারণের জন্য আবশ্যিক স্পার্ম উৎপাদন রোধ করবে এই পিল। ১৯৫০ সাল থেকে এই জাতীয় পিল তৈরির চেষ্টা চালাচ্ছেন গবেষকরা। তবে কবে এই পিল বাজারে আসবে তা নিয়ে এখনই কিছু জানাননি গবেষকরা।