- 0
- 0
শীতবস্ত্র নিয়ে অস্থায়ী বেদে পল্লীতে রংপুরের জেলা প্রশাসক

রংপুরের দমদমা এলাকায় ৭০টি অস্থায়ী বেদে পল্লীর ভাসমান ও ছিন্নমূল অসহায়দের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।
মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে নগরীর দমদমা ব্রীজের সন্নিকটে অস্থায়ী বেদে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শীতবস্ত্র (কম্বল) পেয়ে শীতার্তরা জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানান।
জেলা প্রশাসক আসিব আহসান বলেন, দিনের বেলা দাপ্তরিক কাজ শেষে রাতের বেলা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আসা কম্বল নিয়ে অস্থায়ী এই বেদে পল্লীর ৭০টি পরিবারের মাঝে বিতরণ করা হয়।
পর্যায়ক্রমে আরো শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হবে বলেও জানান জেলা প্রশাসক।
শীতবস্ত্র (কম্বল) বিতরণের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মাহমুদ হাসান মৃধা ছাড়াও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।