- 0
- 0
রংপুরে ১১ কোটি টাকার এলএ চেক বিতরণ

রংপুরের মিঠাপুকুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় ১১ কোটি ৩৩ লাখ টাকার ভূমি অধিগ্রহণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন জনাব এইচ এন আশিকুর রহমান, মাননীয় সংসদ সদস্য, রংপুর-৫।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আসিব আহসান, জেলা প্রশাসক, রংপুর। সাসেক-২ প্রকল্পের আওতায় নির্মানাধীন মহাসড়ক নির্মাণকাজে ক্ষতিগ্রস্থ অধিগ্রহণকৃত ভূমির মালিকদের মাঝে এ চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ১০১ জন ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের মাঝে চেক বিতরণ করা হয়। এসময় মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন সরকার, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন ভুঁইয়াসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।