- 0
- 0
ঐ যে নীল,আমার হৃদয়ের একপিঠ
ঐ যে নীল, আমার হৃদয়ের একপিঠ
তুমি তো জানো না, কতটা ভালোবাসি তোমায়,
তুমি যে ছিলে আমার আকাশের উদাসীন উত্তরসীমায়।
সারা রাত জেগে জোছনার মায়ায় ভাসি,
কত স্মৃতি,কত কথায় বকুল কুড়ানো হাসি।
মেঘে মেঘে মাতাল ডিঙ্গি ভাসিয়ে চলি,
তুমি তো জানো না,কতটা তোমায় ভালোবাসি।
তবুও যে আজো খুঁজি,কোথাও স্বপ্ন, কোথাও স্মৃতি,
তেমনি বিভোর, তেমনি তোমার নষ্ট স্মৃতি।
আমি জানি, তবুও আমি জানি মেঘ জমে আছে,
তোমার নামে দূর মোহনায় প্রেম যে উঠেছে।
তুমি ছিলে আমার চোখের ব্যথিত চাহনি,
আজও শুনি আঁধার নরকে তোমার কন্ঠধ্বনি।
এ যে বেলা এখনো তোমার চোখে লেগে আছে,
অধীর ওষ্ঠে মতোই তোমাকে খুঁজছে।
আমি তোমার বেদনাকে সঙ্গে নিয়ে ছুটছি,
তুমি তো জানো, তুমি তো জানো চোখের কত জল ঝরিয়েছি।
একদিন ছিলাম তোমার অতৃপ্ত নেশা,
উড়ন্ত পাখির ডানার মতো ছিলো আশা,
সবি ছিলো,সবি ছিলো আমার,
ঐ যে নীল আকাশ,তারচেয়ে বড় স্বপ্ন ছিলো তোমার।
যাচ্ছে গেল,সবি গেল সেতুবন্ধনের গান,
যে গানে তোমার সুর ছিলো, ছিলো প্রাণ।
এখন ধূলায় ধূলায় থুবড়ে যাচ্ছে বেলা,
এই যে আকাশ, এই যে পাখির মেলা,
ফেলে রাখা বেলা আর ফেলা রাখা স্মৃতি,
এখন কতটা ক্ষ্যাপাটে বিকেল আর তুমি।
এখনও তোমার প্রেমের মুখ ভেসে উঠে,
ভেসে উঠে আমার হৃদয়ের একপিঠে।
সম্পর্কিত সংবাদ
- 0
- 0
- 0
- 0