- 0
- 0
শেষ শয্যায় শায়িত সাংবাদিক মিজানুর রহমান খান

সিনিয়র সাংবাদিক ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে প্রথম আলোর কার্যালয়ে শ্রদ্ধা জানানো হয় গুণী এই সাংবাদিকের প্রতি।
শেষবারের মতো সহকর্মী, স্বজনদের ভালোবাসায় সিক্ত হলেন সাংবাদিক মিজানুর রহমান খান। জীবনে বহুবার প্রথম আলো অফিসে এসেছেন তিনি। তবে এবারের আসা ছিলো চিরবিদায়ের এবং হৃদয়ের রক্তক্ষরণের।
অকালে চলে গেলেও তিনি বেঁচে থাকবেন সকলের হৃদয়ে তার কর্মকাণ্ডের মাধ্যমে। চোখেমুখে বিষাদের কালো ছায়া, বেদনা কাতর সব সহকর্মীদের চাওয়া পরপারে ভালো থাকুক প্রিয় মিজানুর রহমান খান।