• 0
  • 0
Md. Motahar hossain.
Posted at 12/01/2021 05:35:pm

মিঠাপুকুরে জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক প্রদান

মিঠাপুকুরে জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক প্রদান

সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ এর আওতায় এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চারলেনে উন্নীতকরণে রংপুরের মিঠাপুকুরে জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রংপুর জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এসব চেক বিতরণ করা হয়। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত জনপ্রশাসন মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান এমপি ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।   

অনুষ্ঠানে একশ ১১ জন ক্ষতিগ্রস্তকে ১১ কোটি ৩৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।   

উপজেলা নির্বাহী অফিসার মামুন ভুঁইয়ার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার, আওয়ামী লীগ নেতা ইয়াছিন আলী মন্ডল, অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম লাল, মেসবাহুর রহমান প্রধান, শাহ্ আনোয়ার সাদাত লেমন প্রমুখ। 


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ