- 0
- 0
একই এলাকায় পরপর দুটি অগ্নি ঘটনা

নীলফামারীর ডিমলা উপজেলা টেপাখড়িবাড়ী ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ী মৌজায় একই সময়ে দুটি গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রথম ঘটনাটি ঘটে দক্ষিণ খড়িবাড়ী গ্রামের মোঃ সফিকুল ইসলাম(৩৫) এর বাড়ীতে, এতে ক্ষয়ক্ষতি হয় তিনটি গরু, একটি ছাগল ও আমির আলী নামক একজন ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে বর্তমানে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় লোকজন সুত্রে জানা যায়, আমরা তাদের চিৎকার শুনার পরে এসে দেখি তাদের বাড়িতে আগুন লেগেছে, আমরা আগুন নিয়ন্ত্রণের আনার জন্য প্রচেষ্টা করি। এখানে ক্ষয়ক্ষতির পরিমাপ আড়াই লক্ষের অধিক।
ঘটনাস্থলে গিয়ে জানা যায় যে, শফিকুল এর বাড়ীর রান্না ঘরে চুলা থেকে আগুনের সুত্রপাত হয় পরে গোয়াল ঘর পাশের বাড়ীর রান্না ঘর সহ মোট চারটি ঘর পোড়ে যায়। স্থানীয় লোক ও ফায়ার সার্ভিস এর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দ্বিতীয় ঘটনাটি একই গ্রামের আব্দুল করিমের বাড়ির পাশে গরুকে খাওয়ানো শুকানো খড়ের ঢিপিতে আগুন লাগে। এবিয়ষ ফায়ার সার্ভিস ডিমলা উপজেলা ইউনিট জানান, আমরা এসে এখানকার আগুন নিয়ন্ত্রনে আনি এখানে শুধু খড়ের ঢিপি পুড়িয়ে গেছে । আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি।
এবিয়ষ টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান জানান, আমি আগ্নি কান্ডের খবর পাওয়া মাত্র ডিমলা উপজেলা ফায়ার সার্ভিস কে ফোন করি।
আমি ঘটনা স্থলে যাই সেখানে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস এর সহায়তায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়।