- 0
- 0
সাঈদ খোকনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকাবাসী নামে একটি সংগঠন।
মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে রাজধানীর বাহাদুর পার্কে এই সমাবেশ করে তারা। সংগঠনটির দাবি সাঈদ খোকনকে হয়রানির জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা করা হয়েছে।
সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক সাদেক মিঠু বলেন, সাঈদ খোকনের নামে যে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা করা হয়েছে তারই বিরুদ্ধে আমাদের আজকের এই সমাবেশ। আমরা এই সমাবেশ থেকে স্পষ্ট করে বলতে চাই, তার নামে যে মিথ্যা মামলা করা হয়েছে অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে।
তিনি বলেন, সাঈদ খোকনের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে তা আমরা আইনি ভাবেই মোকাবিলা করব।
সমাবেশ থেকে দাবি জানানো হয় যেসব দোকানদারদের উচ্ছেদ করা হয়েছে তাদেরকে পুনর্বাসনের।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক প্রবীণ নেতা ওমর আলী বলেন, সাঈদ খোকনের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে তা প্রত্যাহার করতে করতে হবে। সেই সঙ্গে আমি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি অবৈধভাবে উচ্ছেদ করা দোকানদারদের দিকে আপনি দৃষ্টি দিবেন। তাদেরকে পথে না বসিয়ে পুনর্বাসন করবেন।