• 0
  • 0
Samium Bashir Meraz
Posted at 12/01/2021 01:24:pm

আমি আসার আগেই লেনদেন ছিলো: তাপস

আমি আসার আগেই লেনদেন ছিলো: তাপস

মধুমতি ব্যাংকের সাথে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এর আগে থেকেই আর্থিক লেনদেন ছিলো বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নুর তাপস। 

বুধবার নগর ভবনে সাকরাইন (ঘুড়ি উৎসব) এসো ঘুড়ি উড়াই, ঐতিহ্য লালন করি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। 

তাপস বলেন, আমি দায়িত্ব থাকার আগে থেকেই মধুমতি ব্যাংকের সাথে ডিএসসিসির লেনদেন ছিলো। সেখানে আমানত রাখা হত। শুধু যে আমানত তাই না। সেবা প্রদান কার্যক্রম ও তখন থেকে দেয়া হত। 

তাপস আরো বলেন, বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী সরকারি ব্যাংকে ৫০ ভাগ আমানত ও বেসরকারি ব্যাংকে ৫০ ভাগ রাখার নিয়ম আছে। এই নিয়ম মেনেই বেসরকারি ব্যাংকে আমানত রাখা আছে। আবার একটা সময় পর এই আমানত সংস্থাতে ফিরে আসে।  মেয়র বলেন, আমি এই বিষয়ে এরপর আর কোন কথা বলবো না। এটা একটা হাস্যকর ব্যাপার। আজই আপনার আমাকে এই বিষয়ে শেষ প্রশ্ন করে নিতে পারেন। 

বিস্তারিত আসছে...


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ