Wednesday -
  • 0
  • 0
কাওসার জামিল
Posted at 12/01/2021 10:43:am

জাপানের তুষাঝড়ে বিপর্যস্ত জনজীবন

জাপানের তুষাঝড়ে বিপর্যস্ত জনজীবন

জাপানে কয়েকটি জায়গায় তীব্র তুষারঝড়ে জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ জনের এবং আহত হয়েছেন তিন শতাধিক।

বিবিসির প্রতিবেদনে একটি বলা হয়, দেশটিতে বছরের এ সময়ের গড় হিসাবে হোকুরিকু অঞ্চল ও নিগাতা প্রিফেকচারে যে পরিমাণ তুষারপাত হওয়ার কথা তার চেয়ে দ্বিগুণ হচ্ছে। 

জাপানের আবহাওয়া সংস্থা জানায়, শক্তিশালী শীতকালীন নিম্নচাপ ও অত্যন্ত শীতল বায়ুর একটি ধারার সম্মিলনে হোকুরিকু অঞ্চল ও নিগাতা প্রিফেকচারে ব্যাপক তুষারপাত হচ্ছে।

সোমবার স্থানীয় সময় ভোর ৫টায় তোয়ামা সিটিতে ১২০ সেন্টিমিটার, ফুকুই সিটিতে ১০০ সেন্টিমিটার ও নিগাতা সিটিতে ৬৩ সেন্টিমিটার তুষারপাত হয়েছে বলে এনএইচকে জানিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করেছে আবহাওয়া সংস্থা। যারা বাইরে বের হবে তাদের বরফ আচ্ছাদিত সড়ক ও বিপর্যস্ত পরিবহন ব্যবস্থা সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে।

তুষার ধস, ছাদ থেকে পড়া তুষার ও বৈদ্যুতিক তারের ওপর জমা তুষারের বিষয়েও তাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ