- 0
লস্কর ই তৈয়বার সহযোগী আটক

জম্মু-কাশ্মীরের পাম্পোর এলাকায় লস্কর-ই-তৈয়বার একজন জঙ্গী সহযোগীকে আটক করা হয়েছে। গত রবিবার আদিল আহমাদ শাহ নামক এই সহযোগীকে স্থানীয় পুলিশ আটক করে।
জম্মু-কাশ্মীর পুলিশ এক বিবৃতিতে জানায়, পুলিশ কর্মকর্তারা চাঁধারা গ্রামের একটি বাড়িতে সন্ত্রাসীদের আস্তানা তৈরির তথ্য জানতে পেয়ে প্রায় সাথে সাথেই অভিযান চালায়।
পুলিশ বলে, রবিবার সকালে অভিযান চালিয়ে ওই বাড়িতে বিশালাকার গোপন আস্তানা পাওয়া যায়। সুড়ঙ্গটি ১০ফুট গুণ ৫ ফুট গুণ ৫ ফুট আকারের। ওই আস্তানা থেকে লস্কর-ই-তৈয়বার কিছু নথি, একে-৪৭ রাইফেল এবং ২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বেশকিছু পোশাক এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামও সেখানে পাওয়া গেছে।
বেআইনি কার্যক্রম পরিচালনার অভিযোগে পাম্পোর পুলিশ স্টেশনে এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে। এ মামলায় আদিল আহমাদ শাহকে আটক দেখানো হয়েছে।